ঈদে আসছে জয়ার ‘জিম্মি’

Share

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তবে গত কয়েক বছরে দেশীয় কাজ নিয়ে তেমন ব্যস্ততা নেই তার। ঈদকেন্দ্রিকও নেই তেমন কোনো কাজ। এবার অনেক বছর পর আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন একটি কনন্টেন্ট।

ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আশফাক নিপুনের পরিচালিত ‘জিম্মি’ ওয়েব সিরিজ দেখা যাবে তাকে। বিষয়টি হইচইয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

সম্প্রতি প্ল্যাটফর্মটির পক্ষ থেকে তাদের ফেসবুক পেজে একটি পোস্ট করা হয়। যেখানে আশফাক নিপুনের কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা দেখা যায়, ‘এই ঈদে কী হবে? ‘জিম্মি’ আসছে! যা বানিয়েছেন আশফাক নিপুনে এবং যা মিস করা একদম চলবে না।’

সিরিজটিতে জয়া আহসানকে দেখা যাবে সরকারি নিম্নপদস্থ এক কর্মচারীর চরিত্রে। ১০ বছর ধরে কোনো প্রমোশন পায় না সে। স্বামী-স্ত্রীর টানাটানির সংসার। উচ্চাকাঙ্ক্ষী ওই নারী একদিন অফিসের স্টোররুমে বাক্সভর্তি টাকা পায়। হঠাৎ পাওয়া এ টাকা নিয়ে শুরু হয় টানাপড়েন। শেষ পর্যন্ত লোভের কাছে জিম্মি হয়ে পড়ে তার চরিত্রটি।

এদিকে বাংলাদেশ-ভারত দুই দেশ মিলিয়ে বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে জয়ার। কলকাতায় মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ওসিডি’ সিনেমা। এছাড়া দেশে মুক্তির তালিকায় রয়েছে ‘নকশী কাঁথার জমিন’, ‘জয়া আর শারমিন’, ‘ফেরেশতে’ সিনেমাগুলো।

Related Articles

শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

মিয়ানমারে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে । শুক্রবার (২৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার...

রেমিট্যান্স আহরণে ইতিহাসের সর্বোচ্চ রেকর্ড

মাস শেষ না হতেই চলতি মার্চে ২৭৫ কোটি ডলার রেমিট্যান্স আয় এসেছে।...

এরদোয়ানের হাতেই বন্দি তুরস্কের গণতন্ত্র

তুরস্কে গণতন্ত্রের অবস্থা দিন দিন সংকটাপন্ন হয়ে উঠছে। দুই দশকেরও বেশি সময়...

জিয়াউর রহমান আমাকে ওস্তাদ ডাকতেন : অলি আহমদ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন,...