আশুলিয়ায় ২২ কারখানায় সাধারণ ছুটি

Share

ঢাকার সাভারের আশুলিয়া শিল্পাঞ্চলের অন্তত ২২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) শ্রমিকদের অব্যাহত আন্দোলন ও কর্মবিরতির মুখে এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

শিল্প পুলিশ বলছে, শ্রমিকরা যদিও কোনো বিশৃঙ্খলা বা ঝামেলা করছে না, তবে বর্ধিত বেতনে সন্তুষ্ট না হওয়ায় তারা কাজ বন্ধ রেখেছেন, কেউবা কারখানা থেকে বেরিয়ে গেছেন।

ইন্ডাস্ট্রি সূত্র বলছে, হামীম গ্রুপ, শারমীন গ্রুপ, মেডলার, নেক্সট কালেকশন, আল মুসলিম, সেতারা গ্রুপসহ বেশ কিছু কারখানার শ্রমিকরা সকালে কারখানায় এলেও ইনক্রিমেন্ট বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কাজ বন্ধ করে রেখেছেন।

আরেকটি সূত্র জানায়, শ্রমিকদের আন্দোলনের কারণে নাসা ও ট্রাউজার লাইন শ্রম আইনের ১৩(১) ধারায় তাদের কারখানা বন্ধ ঘোষণা করেছে, ব্যান্ডো ডিজাইন সাধারণ ছুটি ঘোষণা করেছে, হামীম ও নীট এশিয়ার শ্রমিকরা অলরেডি কারখানা থেকে বেরিয়ে গেছে। নিউ এইজ, ডেকো, আল মুসলিম, এথিকালসহ অন্য কয়েকটি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ফ্লোরে বসে আছেন।

এছাড়াও কাজ বন্ধ করে শ্রমিকরা কর্মবিরতি পালন করায় গতকালের (১০ ডিসেম্বর) ঘোষণা অনুযায়ী বন্ধ রয়েছে আরও কিছু কারখানা। যদিও এখন পর্যন্ত বন্ধ থাকা এই কারখানাগুলোর সঠিক সংখ্যা জানা যায়নি।

এর আগে শ্রমিকদের কর্মবিরতির কারণে মঙ্গলবারও আশুলিয়ার অন্তত ১০টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল।

শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভুইয়া বলেন, বর্ধিত বেতনে সন্তুষ্ট নন শ্রমিকরা, তাই তারা কাজ বন্ধ করে বসে আছে। তবে কোনো ধরনের অরাজকতা কিংবা বিশৃঙ্খলা তারা করছেন না।

তিনি আরও জানান, কাজ না করায় অন্তত ২২টি তৈরি পোশাক কারখানা আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে।

Related Articles

শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো মারাত্মক অনিশ্চয়তার...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...

শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন

ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা...