৫০ বছরে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ পাকিস্তানের দ্বিগুণ

Share

বিজয়ের ৫০ বছরে এসে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের দ্বিগুণের বেশি। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত এক বছরে রিজার্ভ বেড়েছে এক হাজার কোটি ডলারের বেশি। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যখন অবস্থান করছিল চার হাজার ২০৯ কোটি ডলারে, তখন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুত মাত্র দু’ হাজার ৪০ কোটি ডলার।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানি আয়ে ভর করে বৈদেশিক মুদ্রার মজুত চার হাজার দু’শ কোটি ডলার ছাড়িয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। আর ব্যাংকাররা বলছেন, নগদ প্রণোদনায় বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহী হয়েছেন প্রবাসীরা। পাশাপাশি আমদানিতে ধীরগতি ও বিদেশি ঋণ বৃদ্ধির কারণে রিজার্ভ ধারাবাহিকভাবে বাড়ছে বলেও মত তাদের।

পরিসংখ্যান বলেছে, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রায় এক কোটি প্রবাসী বাংলাদেশি কাজ করেন। তাদের পাঠানো বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিতে শক্তি জুগিয়ে যাচ্ছে। গত অর্থবছরেই প্রথম এসব প্রবাসীর পাঠানো অর্থের বিপরীতে নগদ দু’শতাংশ হারে প্রণোদনা দেয়া হয় বাজেটে। তারপর থেকেই বৈধ পথে প্রবাসী আয় বৃদ্ধি পায়।

সেই সুফল এখন দেশবাসী পাচ্ছে বলে জানান অগ্রণী ব্যাংকের এমডি শামস-উল-ইসলাম। বলেন, সরকার দুই শতাংশ প্রণোদনা দিয়েছে এবং অগ্রণী ব্যাংক আরও এক শতাংশ প্রণোদনা দেওয়ায় মোট তিন শতাংশ লাভ পেয়েছে প্রবাসীরা। এতে বৈধ পথে টাকা পাঠাতে উৎসাহিত হচ্ছেন তারা।

Related Articles

শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো মারাত্মক অনিশ্চয়তার...

সিগারেটে মূল্যস্তর তিনটি হলে রাজস্ব বাড়বে, ব্যবহার কমবে

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে সিগারেটের মূল্যস্তর সংখ্যা ৪টি থেকে কমিয়ে ৩টি করার দাবি...

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার

প্রবাসী আয়ের ইতিবাচক ধারায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ২১ বিলিয়ন ডলার।...

তিন দিনের ব্যবধানে ফের কমলো সোনার দাম

তিন দফা কমানোর পর গত ৫ মার্চ দেশের বাজারে সোনার দাম বাড়ানোর...