নাটক দিয়ে অভিনয় জগতে অভিষেক হলেও এখন সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী হিসেবে পরিচিত ও প্রশংসিত সিয়াম আহমেদ এবং পরীমনি। দু’জনই সিনেমায় ব্যস্ত সময় কাটাচ্ছেন।
চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্বসুন্দরী’ নামের সিনেমা দিয়ে জুটি হিসেবে অভিনয় শুরু করেছিলেন তারা। এটি গত ডিসেম্বরে মুক্তি পায়।
এটির রেশ থাকতেই আবারও এই দুই অভিনয় তারকাকে এক ফ্রেমে বাঁধছেন পরিচালক সঞ্জয় সমদ্দার। সিনেমাটির নাম ‘বায়োপিক’। এটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।
১৪ মার্চ আরটিভি কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে সিনেমাতে চুক্তিবদ্ধ হন সিয়াম ও পরীমনি।
এতে অভিনয় প্রসঙ্গে সিয়াম বলেন, ‘আমার মিডিয়া ক্যারিয়ারের শুরুতে আরটিভিতে অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করেছিলাম। একই প্রতিষ্ঠানের প্রযোজনায় সিনেমায় অভিনয় করতে যাচ্ছি, এটি বেশ আনন্দের একটি বিষয়। আশা করছি ভালো কিছুই হবে।’
পরীমনি বলেন, একটি ভালো পরিকল্পনা নিয়ে সিনেমাটি তৈরী হচ্ছে। এটির গল্পেও মজার কিছু বিষয় আছে। এগুলো দেখতে হলে প্রেক্ষাগৃহে যেতে হবে দর্শকদের। এছাড়া সিয়ামের সঙ্গে আমার অভিনয় রসায়ন দর্শকের ভালো লেগেছে। তাই আবারও আমরা এক সঙ্গে কাজ করছি। আশা করছি সিনেমাটি উপভোগ্যই হবে।’
এদিকে এই দুই অভিনয়শিল্পীর হাতে একাধিক ছবি রয়েছে। পর্যায়ক্রমে সেগুলো মুক্তি পাবে বলে জানিয়েছেন তারা।