সপরিবারে ‘মান্নত’ ছাড়ছেন শাহরুখ

Share

শাহরুখ খানের অনুরাগী মাত্রই ‘মান্নত’ সম্পর্কে অবগত! ২৫ বছরেরও বেশি সময় ধরে এই বাংলোতে সপরিবারে থাকছেন অভিনেতা। এমনকি মুম্বাইয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছেও ইতিমধ্যে অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বাড়িটি। বান্দ্রা ব্যান্ডস্ট্যান্ডের বিপরীতে থাকা এই বাংলোর বাইরে প্রতিদিন শতশত শাহরুখ-ভক্ত ভিড় জমায়। কিন্তু চলতি বছরের শেষদিকে এই বাংলো ছেড়ে নতুন একটি অ্যাপার্টমেন্টে থাকতে যাচ্ছেন কিং খান।

হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন শাহরুখ? আসলে শিগগিরই মান্নতে কিছু সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে, যে কারণে সুপারস্টারকে কিছুদিন পরিবার নিয়ে অন্য জায়গায় থাকতে হবে।

সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, মান্নতকে আরও কিছুটা বড় করা হচ্ছে, আরও বেশ কয়েকটি নতুন ফ্লোর যুক্ত হচ্ছে শাহরুখের বাংলোতে। এ জন্য অভিনেতা ইতিমধ্যে আদালত থেকে অনুমতিও নিয়েছেন।

এরইমধ্যে কিছু সংস্কার কাজ শুরু হয়েছে। এরপর ভারী কাজ শুরু হলে, বলিউড বাদশার পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন তাঁরা।

জানা গেছে, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা ও আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন শাহরুখ খান। এই ফ্ল্যাট তিনি প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে ভাড়া নিয়েছেন। উল্লেখ্য, শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে একটি চুক্তিতে রয়েছেন বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি ও তাঁর মেয়ে দীপশিখা দেশমুখ।

নতুন ফ্ল্যাটে শুধু খান পরিবারই থাকবে না, তাঁদের নিরাপত্তাকর্মী ও পরিচারকরাও থাকবেন। এমনকি কিছু অফিসিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন গৌরী ও শাহরুখ। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে তাঁদের গুণতে হবে ২৪ লাখ রুপি ভাড়া।

তবে নতুন ফ্ল্যাটে শাহরুখ-গৌরী কতদিন থাকার পরিকল্পনা করেছেন তা এখনও স্পষ্ট নয়। সূত্রের মতে, মান্নতের সংস্কার সম্পূর্ণ হতে দুই বছরের মতো সময় লাগতে পারে। ইতিমধ্যে শাহরুখ ও তাঁর টিম নতুন অ্যাপার্টমেন্টে যথাযথ নিরাপত্তা ও গোপনীয়তার জন্য কাজ শুরু করেছেন।

Related Articles

ড. ইউনূস সরকারের মেয়াদ ৫ বছর চেয়ে অনশনে ছাত্রলীগ নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের মেয়াদ পাঁচ বছর করার...

এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ডান অ্যাঙ্কেলে চোট—সবকিছু মিলিয়ে কঠিন এক সপ্তাহ কাটছে...

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হলে ২০ হাজার টাকা জরিমানার...