পশ্চিমবঙ্গের তৃণমূলের সংসদ সদস্য অভিনেত্রী নুসরাত জাহানের স্বামী নিখিল জৈনের দুটি ব্যবসায়িক ব্র্যান্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ‘হ্যাক’ করা হয়েছে।
শুক্রবার আনন্দবাজারকে এ তথ্য নিশ্চিত করে নিখিল বলেন, এ বিষয়ে আমি কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের কাছে অভিযোগ করেছি।
তিনি আরও বলেন, ‘এটা খুবইই মর্মান্তিক ঘটনা। আমার ব্যবসায়িক দুটো ব্রান্ডেরই অ্যাকাউন্ট হ্যাক করে সব পোস্টার এবং ফটোশুটের সব ছবি মুছে দেওয়া হয়েছে।
অ্যাকাউন্ট দুটি সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশে শাড়ি এবং পোশাক বিক্রির জন্য ব্যবহার করা হতো।
নিখিল বলেন, পুলিশ জানিয়েছে, টাকার বিনিময়ে কলকাতা থেকেই কেউ এই কাজ করেছে। খুব দ্রুতই তার নাম জানা যাবে।
নিখিলের ওই দুটি বাণিজ্যিক ব্র্যান্ডের প্রধান মুখ ছিলেন তার স্ত্রী নুসরাত। কিন্তু বেশ কয়েক মাস ধরেই তারা আর এক ছাদের নিচে থাকছেন না। তাদের চূড়ান্তর বিচ্ছেদ এখন সময়ের ব্যাপার মাত্র।
নিখিল বলেন, এভাবে আমার বাণিজ্যিক কোনো ক্ষতি করা যাবে না। আমার ব্যবসা আরও এগোবে।’
তিনি আরও বলেন, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসওয়ার্ডও বদলেছি। আমার অ্যাকাউন্ট প্রাইভেট করেছি। এখন বুঝতে পারছি, আমার চারদিকে শত্রু ঘুরছে। পয়সার বিনিময়ে আমার ব্যবসার ক্ষতি করার জন্য কাউকে নিয়োগ করা হয়েছে। তবে এই ভাবে অ্যাকাউন্ট হ্যাক করে কেউ আমার ব্যবসার ক্ষতি করতে পারবে না। আমাদের টিমের কাছে সব শুটের ছবি রাখা আছে।