নর্থ মেসিডোনিয়ায় নাইটক্লাবে ভয়াবহ আগুন, নিহত অন্তত ৫১

Share

বলকান অঞ্চলের দেশ নর্থ মেসিডোনিয়ার একটি নৈশক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫১ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া, আহত হয়েছেন শতাধিক। রবিবার (১৬ মার্চ) স্থানীয় সময় ভোররাত তিনটায় আগুনের সূত্রপাত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, পুরো ক্লাবে আগুন ছড়িয়ে পড়েছে। রাজধানী শহর স্কোপজে থেকে প্রায় একশ কিলোমিটার পূর্বের কোচানি শহরে ক্লাবটি অবস্থিত।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জনপ্রিয় হিপ হপ ব্যান্ড এডিএন-এর কনসার্টের জন্য সেখানে দেড় হাজারের মতো মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাইরোটেকনিক ডিভাইস থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

কনসার্ট বা বিভিন্ন অনুষ্ঠানে দর্শকের দৃষ্টিনন্দন অভিজ্ঞতার জন্য এ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়। এগুলো আগুনের স্ফুলিঙ্গ তৈরি ও ছড়িয়ে দিতে সক্ষম। সঠিক নিরাপত্তা মেনে চললে এগুলো ব্যবহারে কোনও ঝুঁকি না থাকলেও, কর্মীদের অদক্ষতা বা ভুলের কারণে দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

উপস্থিত দর্শকদের কাছ থেকে পাওয়া ফুটেজে দেখা গেছে, মঞ্চের পাইরোকিনেটিক ডিভাইস থেকে স্ফুলিঙ্গ সিলিঙে স্পর্শ করে। সেখান থেকেই অকস্মাৎ আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে।

এই ঘটনায় ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্যান্স তোসকোভস্কি।

অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক প্রাণহানিতে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী হ্রিসতিজান মিকোসকি। তিনি বলেছেন, একদিনেই দেশ অনেক তরুণ প্রাণ হারিয়েছে। এটি তাদের জন্য অত্যন্ত কষ্টের একটা দিন।

তিনি আরও বলেছেন, অগ্নিকাণ্ডের কারণ নির্ণয় এবং পরিণতি সামাল দিতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে।

Related Articles

ড. ইউনূস সরকারের মেয়াদ ৫ বছর চেয়ে অনশনে ছাত্রলীগ নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সরকারের মেয়াদ পাঁচ বছর করার...

এবার রেলিগেশনের স্বাদ পেলেন এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়, ডান অ্যাঙ্কেলে চোট—সবকিছু মিলিয়ে কঠিন এক সপ্তাহ কাটছে...

ফুটবল জাদুকর মেসির স্বপ্ন ২০২৬ বিশ্বকাপ: ফিটনেসই এখন উপলক্ষ্য

কাতারের মরুভূমিতে যখন আর্জেন্টিনার হাতে উঠেছিল বিশ্বকাপ, তখন অনেকেই ভেবেছিল—এটাই বুঝি লিওনেল...

শাস্তি বাড়ছে ভুয়া মামলার

কাউকে ফাঁসিয়ে দেওয়ার জন্য ভুয়া মামলা করা হলে ২০ হাজার টাকা জরিমানার...