ডিসেম্বরের আগে অবশ্যই নির্বাচন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, আমার মনে হয়, কালক্ষেপণ না করে এখন নির্বাচনের রোডম্যাপ জনগণের দাবি। এই সরকারের সেটাতেই মনোযোগ দেওয়া উচিত। সুনির্দিষ্ট একটা রোডম্যাপ থাকতে হবে। আমরা ধন্যবাদ জানাই, বিএনপি এ বিষয়ে আমাদের সঙ্গে একমত হয়েছে।
আজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ’র নেতৃত্বে বিজেপির ১০ সদস্যের একটি প্রতিনিধি বৈঠক উপস্থিত ছিলেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন বিজেপির মহাসচিব আবদুল মতিন সাউদ, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ প্রমুখ। বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।
পার্থ বলেন, ৭ আগস্ট থেকে শুরু করে আজ পর্যন্ত প্রত্যেক জায়গায় বলে আসছি, আপনারা (সরকার) একটা নির্বাচনী রোডম্যাপ দিন। নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা যে সংস্কারের কথা বলছেন, সংস্কার একটা চলমান প্রক্রিয়া। আমরাও সংস্কারের পক্ষে, কিন্তু এটাও বাস্তব যে, সংস্কার আপনারা করেন। তবে বড় সংস্কার করতে হলে জনগণের ম্যান্ডেট ছাড়া যদি সেই সংস্কার হয়, তাহলে সেই সংস্কার খুব শক্তভাবে থাকবে না। আমরা আগেও বলেছি, এখনও বলছি- আমাদের সঙ্গে একটা সনদ হতে পারে। যেগুলো সংস্কার শটকাট করে একমত হয়েছে, সেগুলো নিয়ে একটা সনদ করা যেতে পারে। সবাই স্বাক্ষর করতে পারে। তারপর এগিয়ে যেতে পারে।
বিজেপি চেয়ারম্যান বলেন, দেশে গত ১৬-১৭ কোনো নির্বাচন হয়নি। ২০১৪ সাল থেকে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন মানুষের যে আকাঙ্খা নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে তাদের সমস্যার সমাধান হবে। সেটা আমরা উপলদ্ধি করি। দেশের মানুষ তাকিয়ে আছে একটা নির্বাচনের জন্য। আমরা এটা বিশ্বাস করি, এই অন্তর্বর্তী সরকার আমাদের সরকার, এই সরকার আমাদের আন্দোলনের সরকার, এই সরকার ছাত্র-জনতার আন্দোলনের সরকার। এই সরকার জনগণের সরকার, কিন্তু জনগণের দ্বারা ভোটে নির্বাচিত সরকার না। আর এই সরকারের পাশে আমরা ছিলাম, আগামীতেও আমরা থাকবো।