চিকিৎসকদের পরামর্শ, আপাতত বিশ্রামেই থাকতে হবে তামিমকে

Share

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা তামিম ইকবালের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। হাঁটতে পারছেন, আত্মীয়-স্বজনদের সঙ্গে কথাও বলছেন তিনি। তবে চিকিৎসকদের মতে, এখনো সতর্কতা প্রয়োজন। এজন্য আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টা তাকে হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম সোমবার বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে জানা যায়, তার হার্টে দুটি ব্লক ধরা পড়েছে এবং দ্রুত স্টেন্ট বসানো হয়েছে। বর্তমান পরিস্থিতিতে তাকে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আজ (মঙ্গলবার) দুপুরে তামিমকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক মো. আবু জাফর এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের পরিচালক আবদুল ওয়াদুদ চৌধুরী। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবদুল ওয়াদুদ।

তিনি জানান, ‘তামিম এখন ভালো আছেন। আজ সকালে তার ইকোকার্ডিওগ্রাফি করা হয়েছে এবং হার্টের কার্যক্রম স্বাভাবিক মনে হয়েছে। তবে এটি ছদ্মবেশী হতে পারে। এক শতাংশেরও কম ঝুঁকি থাকলেও সেটি যদি ঘটে, তাহলে তার জন্য বড় বিপদের কারণ হতে পারে। তাই তাকে আরও ৪৮-৭২ ঘণ্টা হাসপাতালে রাখা উচিত।’

তিনি আরও বলেন, ‘তামিম তো শুধু একজন ক্রিকেটার নন, আমাদের জাতীয় সম্পদ। তাই তার সুস্থতার বিষয়টি আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। আপাতত তাকে উত্তেজনাপূর্ণ পরিবেশ এড়িয়ে চলতে হবে এবং কথা বলাও কমিয়ে আনতে হবে।’

তামিমের পরিবারের পক্ষ থেকে তার পরবর্তী চিকিৎসা কোথায় হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিশেষ করে তার এক চিকিৎসক আত্মীয়ের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। তবে চিকিৎসকরা পরামর্শ দিয়েছেন, এখনই হাসপাতালে থাকা তার জন্য সবচেয়ে নিরাপদ।

অধ্যাপক আবু জাফর বলেন, ‘তামিমের হার্টে যে স্টেন্ট বসানো হয়েছে, সেটি কখনো কখনো বন্ধ হয়ে যেতে পারে, যাকে বলা হয় থ্রম্বোসিস। যদিও এই শঙ্কা কম, তবে এটি হঠাৎ করেই হতে পারে। তাই আমরা চাই তামিম অন্তত ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকুক।’

চিকিৎসকদের মতে, এখন তামিম ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে সময় লাগবে অন্তত তিন মাস। এই সময়ের মধ্যে তাকে নিয়মিত বিশ্রাম নিতে হবে, স্বাভাবিক হাঁটাচলা করতে পারবেন, তবে পরিশ্রম এড়াতে হবে।

এদিকে, তামিমের সুস্থতা কামনা করেছেন তার সতীর্থরা। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানও তার জন্য প্রার্থনা করেছেন এবং ভক্তদের দোয়া চেয়েছেন।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন অপেক্ষায় আছেন তামিম ইকবালের দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার। চিকিৎসকদের নির্দেশনা মেনে চললে, আশা করা যায়, শিগগিরই তিনি আরও সুস্থ হয়ে উঠবেন।

Related Articles

শুল্কের কারণে পোশাক রপ্তানিতে ধাক্কা, অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা

যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির প্রভাবে বাংলাদেশের প্রধান পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো মারাত্মক অনিশ্চয়তার...

পেস বোলিং কোচ হিসেবে উমর গুলকে চায় বিসিবি

বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে পারেন পাকিস্তানের সাবেক তারকা...

শেখ হাসিনা ফ্যাসিস্ট, আমি নিজেই ৬ বছর চাকরি বঞ্চিত ছিলাম: তুরিন

ছাত্র আন্দোলনে আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের...

কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩

কক্সবাজারের উখিয়ায় আপন চাচাতো ভাই-বোনদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে ভয়াবহ সংঘর্ষের ঘটনা...