এবার পাটগ্রাম সীমান্ত থেকে ২ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

Share

এবার লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তে ছবি তোলার সময় দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তের ৮২৫ নম্বর সাব পিলালের কাছ থেকে বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

তারা হলেন- বগুড়া জেলার মহাস্থান গড় বকুল তলা এলাকার সাইফুল ইসলামের ছেলে সাজেদুল ইসলাম (২২) ও পাটগ্রাম উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমানপুর গাটিয়ারভিটা এলাকার মোস্তাফিজ হোসেনের ছেলে মাহফুজ ইসলাম ইমন (১৬)। তারা সম্পর্কে মামা-ভাগিনা।

স্থানীয়রা জানায়, সাজেদুল ও ইমন বিকেলে পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ারভিটা সীমান্তে ঘুরতে যান। এ সময় সীমান্তের কাছে একটি চা বাগান দেখতে পার্শ্ববর্তী পুকুর পাড়ে গেলে ৯৮ গোমতি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাদের দুজনকে ধরে নিয়ে যায়।

বিজিবি জানায়, এ ঘটনায় দুই দেশের ব্যাটালিয়ন পর্যায়ে যোগাযোগ হয়েছে। এছাড়াও বিজিবির রংপুর সেক্টর কমান্ডার ভারতীয় বিএসএফ জলপাইগুড়ি সেক্টর কমান্ডারের সঙ্গে সাজেদুল ও ইমনকে ফেরত আনার বিষয়ে যোগাযোগ করেছেন। এছাড়া বিজিবি পতাকা বৈঠকের আহ্বানও করেছে।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, ‘তাদের ফেরত আনার চেষ্টা চলছে।’

বিজিবির ক্যাম্প কমান্ডার মোক্তার হোসেন বলেন, বিএসএফকে বুড়িমারী চেকপোস্ট দিয়ে সাজেদুল ও ইমনকে ফেরত দেওয়ার কথা জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার দুপুর সোয়া ১২টার দিকে দিনাজপুরের বিরল উপজেলার ধর্মপুর সীমান্তে ধান কাটা ও মাড়াইয়ের সময় দুই বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার প্রতিবাদে দুই ভারতীয় কৃষককে ধরে এনে বিজিবির কাছে সোপর্দ করেন বাংলাদেশিরা। পতাকা বৈঠকের পর দুই দেশের নাগরিকদের ফেরত দেয় বিজিবি-বিএসএফ।

Related Articles

“সচিবালয় ঘেরাও, ফ্যাসিস্ত দোসরদের বিরুদ্ধে আবার গর্জে উঠেছে ছাত্রজনতা-“

ফ্যাসিস্ত দোসররা সচিবালয়ে বসে সরকারকে অচল করে রেখেছে দাবী করে আজ আবার...

ফের বিস্ফোরণে কেঁপে উঠল ইরান

একাধিক বিস্ফোরণ ও দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে যখন ইরানের নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন...

এনসিপি’র প্রেস বিজ্ঞপ্তির প্রতিবাদ জানালো ইশরাকের আইনজীবী

বিজ্ঞ প্রথম যুগ্ম জেলা ও নির্বাচনী ট্রাইব্যুনাল এবং নির্বাচন ট্রাইব্যুনালে নির্বাচনী মামলা...

যুক্তরাষ্ট্র-ইউক্রেনের মধ্যে খনিজ সম্পদ নিয়ে চুক্তি সই

কয়েক সপ্তাহ ধরে উত্তেজনা চলার পর যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে একটি চুক্তিতে...